ক্ষমা না চেয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা : সাইয়েদুল আলম বাবুল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/bnp_0.jpg)
ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ক্ষমা না চেয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার উচিত ছিল হত্যা ও খুনের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা না চেয়ে উল্টো ছাত্র জনতাকে উসকে দিয়েছে শেখ হাসিনা। তার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনতা ক্ষুব্ধ হয়ে শেখ মুজিবুর রহমানের বাড়িসহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে। রাষ্ট্র সংস্কারের দাবি শুরুতে বিএনপি তুলেছে, ২০১৭ সালে বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা পেশ করে। সেই প্রস্তাবনায় পরিষ্কার করে এখন ৩১ দফা তৈরি করা হয়েছে। ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশ ও মানুষের সব সমস্যার সমাধান হবে। ৩১ দফা সব শ্রেণি-পেশার মানুষের কাছে তুলে ধরতে হবে।
ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভায় আরও বক্তব্য দেন কালিয়াকৈর থানা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মামুনুর রশীদ, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ অন্যান্য নেতারা।