বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, যোগ দিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনের কার্ক্রম শুরু হয়েছে। ভারতের নিজামুদ্দিন মারকাজ মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর থেকেই ইমান, আমল ও আখলাকের ওপর আমবয়ান শুরু হয়েছে।
এদিন সকালে আম বয়ান করেন দিল্লির তাবলীগ মুরুব্বি মাওলানা আব্দুস সাত্তার এবং তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আজিম উদ্দিন।
তাবলীগের কার্যক্রমের মাধ্যমে ইমানকে শক্তিশালী করে পরিপূর্ণ আমলের মাধ্যমে ইসলামকে সারা দেশ এবং পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়ে দুনিয়া-আখেরাতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনই মুসল্লিদের মূল চাওয়াপাওয়া। বেলা সাড়ে ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিমের মাধ্যমে চলছে তাবলিগের কার্যক্রম।
দুপুরে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বৃহত্তর জুম্মার নামাজের জামায়াত। টঙ্গী ও আশপাশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা আজ যোগ দেবেন ইজতেমা ময়দানের জুমার জামায়াতে। জুমার নামাজে ইমামতি করবেন দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, জেলা ও নগর প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
এদিকে গত রাতে একজন মুসল্লি মারা গেছেন। তার নাম দিদার হোসেন বাড়ি খুলনা জেলায়। শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানান মাওলানা সাদ অনুসারী মুখপাত্র মোহাম্মদ সায়েম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, অন্তত সাত হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মাধ্যমে পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা তদারকি, সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে ময়দান এলাকা পর্যবেক্ষণ, নৌ-হেলিকপ্টার টহলের মাধ্যমে ময়দান এলাকার নজরদারিসহ নানা প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, এবার সংলগ্ন মহাসড়কে যানবাহন কোনো প্রকার নিয়ন্ত্রণ করা হবে না। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে। যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়।
আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।