নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রুবেল গ্রেপ্তার

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বারে রুবেল হত্যার ঘটনায় করা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত রাত ১টা ৫০ মিনিটের দিকে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও শুভ কুমার সুর, এএসআই বাকেরসহ একদল ফোর্স দেবিদ্বার উপজেলা বরকামতা ইউনিয়নের প্রেমু এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে।
গত ৪ আগস্ট দেবিদ্বারে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং রুবেলকে হত্যার ঘটনার মামলার ৫ নম্বর আসামি রুবেল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘গত ৪ আগস্টের পর থেকে রুবেল আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিজ গ্রাম প্রেমু এলাকা থেকে তাকে আটক করি। তার নামে রুবেল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলের মধ্যেই তাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হবে।’