পাবনায় আগ্নেয়াস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ আফজাল হোসেন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আফজাল হোসেনের সঙ্গে থাকা একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার আফজাল হোসেন মালঞ্চীর বিলকোলা গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তি গোপনে ওই এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ঘটনার দিন সে মাদকসহ মাহমুদপুরের একটি বাড়িতে অবস্থান করছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা এক কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া ছয় রাউন্ড গুলিসহ আট চেম্বারের একটি রিভলভার উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।