শ্রদ্ধা-কবিতা-গান ও ছবিতে ভাষা শহীদদের স্মরণ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভু্লিতে পারি!’, ‘সালাম সালাম হাজার সালাম’—এমন সব গানে মুখরিত কুষ্টিয়ার কুমারখালী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গানের পাশাপাশি শহীদের স্মরণে লেখা কবিতা আবৃত্তির আয়োজন করে বিভিন্ন সংগঠন। সকালে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। সেখানে শিশুকিশোরদের পেন্সিল-তুলি ও রঙে ফুটে ওঠে স্মৃতিসৌধ ও শহীদ মিনার। তার আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে অংশগ্রহণ করে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তু্লে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, কুমারখালী তাঁতবোর্ডের উপমহাব্যবস্থাপক মেহেদী হাসান প্রমুখ।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে শহীদের স্মরণে ও সম্মান জানাতে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা ও গান পরিবেশনের মধ্যদিয়ে যথাযত মর্যাদায় অমর একুশে পালন করা হয়েছে।