নেত্রকোনায় ছুরিকাঘাতে যুবক নিহত

নেত্রকোনার মোহনগঞ্জে ছুরিকাঘাতে রাব্বি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বি টেংগাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে। তিনি বাবার সঙ্গে মাছের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় রাব্বি মাছের আড়তে কাজ করছিলেন। রাত ৮টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই রেলস্টেশন পুকুরপাড়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত রাব্বি প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়েন। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।