জামালপুরে ইফতারে খাবারের প্যাকেট কম পড়ায় সংঘর্ষে আহত ৬

জামালপুরে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে খাবারের প্যাকেট কম পড়ায় দুই পক্ষের সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম আশেক, শুভ, জিহান এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন সানজিদুল আলম মাসফি, মিঠুসহ আরও একজন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জাকিউল হাসান সাবুর স্মরণে একটি মসজিদে দোয়া ও ইফতার আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সঙ্গে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা রুপ নেয় সংষর্ষে। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার ভিডিও ধারণ করার সময় তিনজনকে মারধর করা হয়। তাদের আইডি কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া আহত হয় আরও তিন বাসিন্দা। আহতরা সবাই জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

এ প্রসঙ্গে আহত বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপার্সন সানজিদুল আলম মাসফি বলেন, ‘মারামারির খবরে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরপর পুলিশের সঙ্গে আমরা সেখানে যাই। আইডি কার্ড ঝুলিয়ে আমরা ভিডিও ধারণ করতে গেলে ২০ থেকে ৩০ জন আমাদের অতর্কিত হামলা করে। মোবাইলফোন ও আইডি কার্ড কেড়ে নেয়।’
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো আতিক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তদন্ত করছে। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছি। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’