খুলনায় শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

রাজপথ-রেলপথ অবরোধসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনার বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন। আজ রোববার (১৬ মার্চ) বিকেল ৫টায় ফুলতলায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ব্যক্তিমালিকানাধীন বন্ধ বেসরকারি জুট মিল চালু, শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মালিক পক্ষের মিথ্য মামলার প্রতিবাদসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ফেডারেশনের জরুরি সভা ও ইফতার মাহফিলে মহসেন, সোনালী, অ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স হুগলী বিস্কুট কোম্পানির কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকনেতা সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা কারি আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীনসহ আরও অনেকে।
শ্রমিক নেতারা বলেন, বেসরকারি জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে বহু বার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলেও তার একটি সিদ্ধান্তও বাস্তবায়ন করা হয়নি।
এরপর জরুরি সভায় শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, ২১ মার্চ সন্ধায় খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে মশাল মিছিল এবং ২৪ মার্চের মধ্যে পাওনা পরিশোধ না করলে ২৭ মার্চ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।