ময়মনসিংহ মেডিকেলের ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতৃত্বে সাকিব-রেজোয়ান

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি নির্বাচন করতে প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছে। এতে সাকিব হাসান বেলাল সভাপতি ও রেজোয়ান চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মমেকে এই নির্বাচনের আয়োজন করা হয়।
এই নির্বাচনের মধ্যদিয়ে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস) নামে মেডিকেল কলেজ হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের নতুন সংগঠনের যাত্রা শুরু হলো।
পাঁচ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক জয়শ্রী রায়, দপ্তর সম্পাদক ইমরান হোসাইন এবং অর্থ সম্পাদক নাইম উয জামান।
মোট ১৯৮ জন ভোটারের মধ্যে এই নির্বাচনে ভোট প্রদান করেন ১৬০ জন ইন্টার্ন চিকিৎসক।
এতে ইসির দায়িত্ব পালনকারী ইন্টার্ন চিকিৎসকবৃন্দ হলেন- আব্দুল আলীম, মনীষা রায়, রেয়ান রোজা, ইমরান আহমেদ।