ঐক্য থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব : ফরহাদ হালিম ডোনার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, এই মুহূর্তে আমাদের ঐক্যই প্রয়োজন। ঐক্য থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বস) নবগঠিত আহ্বায়ক কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে তিনি এ কথা বলেন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সার্ভিস বিল্ডিংয়ে এ ইফতার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরহাদ হালিম ডোনার বলেন, ‘আন্দোলনে যাদের দেখেছি, তাদের অধিকাংশই এখানে উপস্থিত। আপনারা জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধের শক্তি যে অভূতপূর্ব ঐক্য দেখিয়েছেন, তা অসাধারণ। এই মুহূর্তে আমাদের ঐক্যই প্রয়োজন। ঐক্য থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।’
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী ইফতার মাহফিলে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা এ পর্যন্ত দুবার উপদেষ্টার (স্বাস্থ্য) সঙ্গে বসেছিলাম। সেখানে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৩৩টি সুপার নিউমেরারি পদের বিষয়টি আলোচনায় ছিল। এই পদগুলো ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের ছাড় পেয়েছে। আগামী দুই মাসের মধ্যে বিভিন্ন শাখা ও সাবস্পেশালিটির ২২০টি ডিসিপ্লিনে এসব পদোন্নতি হবে।’
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
অনুষ্ঠানে এনডিএফের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘আপনাদের কষ্টটা সার্থক হয়েছে। এই আয়োজন নিশ্চিতভাবে প্রমাণ করে বর্তমান বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির যাত্রাটি শুভযাত্রায় পরিণত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদের সোসাইটির কার্যক্রম সুন্দর, সফল ও সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করছি।’
সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে ইফতার মাহফিলে কোষাধ্যক্ষ ডা. মো. জহির-উল-ইসলাম, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন এবং সদস্য সচিব ডা. মোহাম্মদ সিরাজুস সালেহীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্যরা।