একই দিনে মা-ছেলের মৃত্যু, বিজয়নগরে শোকের মাতম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রাম আজ গভীর শোকে আচ্ছন্ন। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। গতকাল সোমবার সকালে মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলে মারা যান। আজ মঙ্গলবার (২৫ মার্চ) একই সঙ্গে মা-ছেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মৃত কদবানু (৯০) বার্ধক্যজনিত কারণে সোমবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর খবর শোনার পর থেকেই ছেলে সাদেকুল ইসলাম ছাদির (৬৫) শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ক্যান্সার আক্রান্ত সাদেকুলকে দ্রুত ঢাকার হাসপাতালে নেওয়ার পথে, দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান।
মঙ্গলবার জোহর নামাজের পর চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে একই সঙ্গে মা-ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। চোখের জলে বিদায় জানান স্বজন ও এলাকাবাসী। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে মা-ছেলের মৃত্যুতে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা।