রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে সরকারি উদ্যোগে খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। খালের অনেক জায়গায় নির্ধারিত গভীরতা ও প্রশস্ততা ঠিকভাবে কাটা হয়নি এবং খালের পাড়গুলো দুর্বলভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে বৃষ্টির মৌসুমে খাল ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন তারা। গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি গ্রামে কায়সার তালুকদার বাড়ি থেকে শুরু হয়ে আলতাব মাস্টার বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার খাল খনন কাজে এই অনিয়ম লক্ষ করা গেছে।
স্থানীয়রা জানান, খাল খননের নামে অল্প কিছু অংশ কাটা হয়েছে, বাকিটা আগের অবস্থায় রয়ে গেছে। এ ছাড়া কিছু জায়গায় অনুমোদিত গভীরতা অনুযায়ী মাটি না সরিয়ে কেবল উপরের স্তর কেটে দায়সারা কাজ করা হয়েছে।
স্থানীয় কৃষক আব্দুল আজিজ বলেন, ‘আমরা ভেবেছিলাম খাল খননের পর জমিতে সেচ সুবিধা পাব, কিন্তু এখনও আগের মতোই পানি সংকটে আছি। কাজ ঠিকভাবে হলে আমাদের উপকার হতো।’

স্থানীয় বাসিন্দা রিয়াজ হাওলাদার বলেন, যে পরিমাণ খনন কাজ হওয়ার কথা ছিল, তার অর্ধেকও হয়নি।
সংশ্লিষ্ট ঠিকাদার মো. জাকির হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজাপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘খাল খনন শেষ হলে আমরা সার্ভেয়ার পাঠিয়ে মেপে নেব। তারা যদি মাটি কম কাটে তাহলে টাকা কম পাবে। যতটুকু মাটি কাটা হবে শুধু ততটুকুর টাকা পাবে।’
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘আমরা অনিয়মের বিষয়ে তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’