স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি সীমান্তে বুধবার সকালে বিজিবি ও বিএসএফের সদস্যরা মিষ্টি বিনিময় করেন। ছবি : এনটিভি
দিনাজপুরের হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সীমান্তের চেকপোস্টে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক ও ভারতের পতিরাম বিএসএফ ৮৯ ব্যাটালিয়নের সহকারী কমিশনার রহিত শর্মা পরস্পরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ বিষয়ে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক বলেন, ‘আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। তাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে। বিএসএফও আমাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।’