রাজধানীতে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

রাজধানীর ধানমণ্ডিতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন–ফরহাদ বীন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও সুমন (২৯) ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র্যাব লেখা কালো রঙের দুটি জ্যাকেট, তিনটি কালো রঙের র্যাব লেখা ক্যাপ, একটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইলফোন, লোহার তৈরি ছেনি, পুরাতন লাল রঙের স্লাই রেঞ্জ ও নগদ ৪৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃতরা বুধবার (২৬ মার্চ) ভোরে তিনটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারে ধানমণ্ডির একটি ভবনে ব্যবসাপ্রতিষ্ঠান ও ফ্ল্যাট বাসায় ডাকাতি করেন। এ সময় তারা ভবনের নিরাপত্তাকর্মীকে বেঁধে প্রায় ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির মালিককে উদ্ধার করে। এ সময় ডাকাতরা পুলিশের ওপর হামলা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় ওই দিনই প্রতিষ্ঠানের ম্যানেজার ও মালিকের ভাগ্নে তৌহিদুল ইসলাম ১০ থেকে ১২ জনকে আসামি করে ধানমণ্ডি থানায় মামলা করেছেন।