সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রৌমারী-চর রাজিবপুরে ঈদুল ফিতর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুরে। আজ রোববার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে আদায় করা হয়েছে ঈদের নামাজ। রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া এবং চর রাজিবপুরের সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেছেন।
রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে ১৫ বছর থেকে সৌদির সাথে মিল রেখে প্রায় ১০০ পরিবারের ৩০০ নারী-পুরুষ রোজা রাখেন এবং ঈদের নামাজ আদায় করেন। ইমামতির দায়িত্ব পালন করেন নজির হোসেন। চর রাজিবপুরে প্রায় ৮০ জন মানুষের উপস্থিতে আব্দুল হাকিমের ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া গ্রামে ঈদের নামাজের ইমামতি করেন আব্দুল হাকিম। তিনি বলেন, আমাদের পূর্ব পুরুষর দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই গ্রামে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আজ ঈদের নামাজ আদায় করলাম।
চর রাজিবপুরের সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী ইসলাম রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের ফিরোজ ও শাহনুর ইসলাম ঈদের নামাজ শেষে জানান, তারা সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদের নামাজ আদায় করেন এবং রোজাও রাখেন।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, সৌদির সঙ্গে মিল রেখে সকাল সাড়ে ৯টায় ঈদ উদযাপন করছেন স্থানীয় মুসল্লিরা। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। শেষ পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি।