এবার ট্রেনে বিলম্ব ও কালোবাজারি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর ট্রেনে বিলম্ব ও কালোবাজারি হচ্ছে না। যাত্রীরা আরামদায়কভাবে যাত্রা করতে পারছেন।
আজ রোববার (৩০ মার্চ) সকালে ঈদযাত্রা উপলক্ষে ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।
‘কালোবাজারির বিষয়ে আমাদের জিরো টলারেন্স ছিল’ উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি স্টেশন ঘুরে দেখেছি, ট্রেনগুলো যে সময়ে ছাড়ার কথা, ঠিক সময়েই ছেড়েছে। কোনো ট্রেনে কোথাও কোনো লেট (বিলম্ব) হচ্ছে না। দুই নম্বর বিষয় হচ্ছে, এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। টিকিট পেতেও কারও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আপনারা জানেন এখানে ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং দেওয়া হয়, এবারও তাই দেওয়া হয়েছে। এজন্য অনেক সময় মনে হয়, স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন? ঈদের সময় সবাইকে নেওয়ার জন্য স্ট্যান্ডিং পেসেঞ্জার নেওয়া হচ্ছে।’
ট্রেনের ছাদে যাত্রী পরিবহণ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকে শেষ মুহূর্তে ছাদে উঠে যায়। তখন তাকে টেনে নামাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য অনেকে ছাদে যাচ্ছে।’
উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা অনেক খুশি। তারা কমফোর্টেবলভাবে যাত্রা করতে পারছেন। অনেকে দাদা-দাদি, নানা-নানির সঙ্গে ঈদ করতে যাচ্ছেন।’