কলকাতায় অবস্থানরত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

যারা বাংলাদেশ থেকে কলকাতায় পালিয়ে গিয়ে সেখানে অবস্থান করছেন, তারা অপরাধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, কলকাতায় কারা আছে, কলকাতায় আছে ক্রিমিনাল। ক্রিমিনালরা তো সব সময় এ জিনিস চিন্তা করবে। ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার (৩০ মার্চ) ভারতের কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছে, এমন একটি বক্তব্য ছড়িয়েছে। এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা এসব কথা বলেন।
পরে জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সারাদেশে নাশকতার আশঙ্কা থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই। যদি কোনো ধরনের তথ্য আপনারা (সাংবাদিকরা) পান, তাহলে আমাদের জানাবেন। আমরা আপনাদের নিয়ে সেটি প্রতিহত করব।
এর আগ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্ট। সেখানে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কঠোর নজরদারি ছিল, ফলে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এই অপকর্মে জড়ানোর সাহস পাননি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পথে পথে চাঁদাবাজি চলত, গাড়ি থামানো হতো—এবার সেটাও হয়নি। কেউ এটি করার সাহস বা সুযোগ পায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ইতিবাচক ফলাফল এনেছে।