মোবাইল সিম মবিলিটির হিসাব
ঈদযাত্রার দুদিনে ঢাকা ছেড়েছে প্রায় ৪১ লাখ মানুষ

ঈদ উপলক্ষে মোবাইল সিম মবিলিটির হিসেবে গত দুই দিনে প্রায় ৪১ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে গেছেন ১৯ লাখ মানুষ এবং ২৯ মার্চ গেছেন প্রায় ২২ লাখ মানুষ।
আজ রোববার (৩০ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব মো. শফিকুল আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
মোবাইল অপারেটরদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এই দুই দিনে গ্রামীণফোনের (জিপি) গ্রাহক সবচেয়ে বেশি ঢাকা ত্যাগ করেছেন। জিপির প্রায় ১৭ লাখ গ্রাহক ঢাকা ছেড়েছেন। রবি ও বাংলালিংকের গ্রাহকের সংখ্যা যথাক্রমে ১২ ও ১১ লাখ। টেলিটকের প্রায় দুই লাখ গ্রাহক ঢাকা ছেড়েছেন।