নোয়াখালীতে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

গ্রেপ্তার সাইফুল ইসলাম মনা। ছবি : এনটিভি
নোয়াখালীর চাটখিলের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম মনাকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা-পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দশঘরিয়া বাজার এলাকা থেকে মনাকে গ্রেপ্তার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার মনার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমসহ ১২টি মামলা রয়েছে।
গত কয়েক মাস ধরে সাইফুল ইসলাম মনা এলাকায় মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি।’
মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মনা ডাকাতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।