কল্পনার নয়, আমরা বাস্তবসম্মত ঢাকা গড়তে চাই : উপদেষ্টা আদিলুর

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আমরা কল্পনার নয়, বাস্তবসম্মত ঢাকা গড়ে তুলতে চাই। ঢাকার সঙ্গে পাশের জেলাগুলোর কানেক্টিভিটি বৃদ্ধির চেষ্টা করছি। বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর রাজউক অডিটোরিয়ামে রাজউক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর, প্রথম কাজ ছিল বরাদ্দের ক্ষেত্রে কোটা বাতিল করা। আমরা এটা করেছি। আমরা বাস্তবসম্মত উপায়ে ঢাকা গড়ে তুলতে চাই—যাতে দেশের অন্য জেলাগুলো থেকে ঢাকায় এসে মানুষ দ্রুত কাজ শেষ করে ফিরে যেতে পারে।
গণপূর্ত উপদেষ্টা বলেন, ঢাকার পাশেই এক সময় মধুপুর ভাওয়াল বনাঞ্চল ছিল, নগর তৈরি করতে গিয়ে তা ধ্বংস করে ফেলা হয়েছে। অপরিকল্পিত নগরায়ণ যেন না হয়, সেক্ষেত্রে রাজউকের ভূমিকা আছে। রাজধানীর উন্নয়নে স্থানীয় মানুষের অংশগ্রহণ জরুরি। সেবা পৌঁছে দেওয়ার জন্য কী কী পরিবর্তন জরুরি, এজন্য সাধারণ মানুষের মতামত জানা প্রয়োজন। এখন রাজউক সেটা করছে।
মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।