আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে স্বচ্ছতা প্রমাণ করুন : জামায়াত আমির
দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে উল্লেখ করে সরকারকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না। তাদের বিচার নিশ্চিত করুন। সরকারের বিভিন্ন জায়গায় স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন কষ্ট পাচ্ছে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে স্বচ্ছতা প্রমাণ করুন।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াত আমির এসব কথা বলেন।
ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দর পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক ড. সামিউল হক ফারুকী প্রমুখ।।

জামায়াতের আমির আরও বলেন, এটা কোন দলীয় সরকার নয়। সরকারকে কেউ টানে মক্কার দিকে কেউ টানে মস্কোর দিকে। এই দোটানায় জাতির বড় বড় ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝে অনাকাঙ্খিত পরিবেশের মুখোমুখি হতে হয়। নারী অধিকার সংস্কারের নামে একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কোরআন ও সুন্নাহর সম্পর্কহীন কিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশকারীরা দেশের সাড়ে নয় কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা সমাজকে যেখানে নিয়ে যেতে চান তা বলতেও লজ্জ্বা করে। আমরা সেই জায়গায় তাদেরকে নিতে দিব না ইনশাল্লাহ।
প্রধান উপদেষ্টাকে দেশে ফিরে এলে আগে এই কমিশন বাতিল করার আহ্বান জানাবেন জানিয়ে জামায়াতের আমির বলেন, যদি করতেই হয় সকল শ্রেণি-পেশা, দল ও ইমানদার নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী, নেত্রকোনা জেলা আমির অধ্যাপক সাদেক আহমেদ হারিছ, জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ময়মনসিংহ মহানগর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা বদরুল আলম, সনাতন ধর্মাবলম্বী নেতা উত্তম ভট্টাচার্য, মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি সামসুজ্জোহা মাসুম, মহানগর ছাত্র শিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ, জেলা শিবির সভাপতি এমদাদুল ইসলাম, জুলাই শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ ও শহীদ মাহিনের বাবা জামিল হোসেন সোহেলসহ বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানা আমীর ও ছাত্রশিবির নেতৃবৃন্দ।