ঢাবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এর ফলে টানা চার বার ট্রফি জেতার রেকর্ড গড়লো বিভাগটি।
জানা গেছে, প্রতিবারের মতো ফাইনালে চিরচেনা প্রতিপক্ষ ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। টানা তৃতীয় বারের মতো বিভাগটির সঙ্গে ফাইনালে মুখোমুখি হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ফাইনালে গোল করে জয় ছিনিয়ে আনে দলটির অন্যতম খেলোয়াড় উক্য থোয়াইং মারমা ও মো. ফয়জুল্লাহ।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দলের খেলোয়ার মো. সবুজ মিয়া বলেন, ‘টানা চার বার চ্যাম্পিয়ন হওয়ায় আমি খুবই আনন্দিত। আমাদের প্রতিপক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভালো খেলেছে। আশা করছি, সামনেও আমাদের এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. রুজেল মিয়া বলেন, ‘পুরো খেলাটি উপভোগ করেছি। প্রিয় দল জেতায় আমি খুব খুশি। দুই পক্ষই অনেক ভালো খেলেছে।’
বিজয়ী দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক ওমর ফারুক। দলটির ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন শেখ গোলাম রহমতুল্লাহ রিফাত, ফিরোজ আলী ও সাইফুল ইসলাম সাইফ।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী ও বিভাগটির চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।