পর্দা নামল ননফিকশন বইমেলার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ননফিকশন বইমেলা শেষ হয়েছে। আজ বুধবার বিকেলে পর্দা নামে এই মেলার।
এ বছর সর্বমোট ৩৯ প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নেয়। আয়োজক কমিটি জানায়, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ ননফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি ও এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা ছিল মেলার লক্ষ্য।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিতর্ক, সাহিত্যচর্চা ও নাটকের বিশাল ঐতিহ্য রয়েছে। এই মেলা শিক্ষার্থীদের তথ্য উপাত্ত ভিত্তিক জ্ঞানচর্চায় আরও বেশি সহায়তা করতে পেরেছে। ননফিকশন বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার বিষয়ে সহায়তা করেছে এই মেলা।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, ঢাবির অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ আব্দুল মঈন ও দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ প্রমুখ।
এর আগে, গত সোমবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।