সেরা ২০
ঢাকা বোর্ডে শীর্ষে শামছুল হক স্কুল
এসএসসির ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে সেরা হয়েছে ডেমরার শামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। পাসের হার ৮৮ দশমিক ৬৫ শতাংশ।
বোর্ডে দ্বিতীয় অবস্থান আছে রাজউক উত্তরা মডেল কলেজ। তৃতীয় হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, চতুর্থ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চম টাঙ্গাইলের বিন্দু বাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি সপ্তম, ময়মনসিংহ জেলা স্কুল অষ্টম, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ নবম এবং দশম হয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।
বোর্ডে ১১তম অবস্থানে আছে ঢাকার শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ১২তম, মির্জাপুর ক্যাডেট কলেজ ১৩তম, সেন্ট যোসেফ হাইস্কুল ১৪তম, মতিঝিল মডেল হাইস্কুল ১৫তম, ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ১৬তম, ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ১৭তম, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৮তম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ১৯তম ও শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ ২০তম স্থান অধিকার করেছে।
সেরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৭৭৯ জন। তাদের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৪০ জন।
রাজউক উত্তরা মডেল কলেজের ৫৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯৬ জন।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল এক হাজার ৫৮১ জন। পাস করেছে এক হাজার ৫৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪১৬ জন।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডের গড় পাসের হার ৮৭ দশমিক ০৪ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।
গণভবনে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ৫ দুই-ই কমেছে। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পাসের হার বেড়েছে। মাদ্রাসা বোর্ডে গড় পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৭৩ হাজারের কিছু বেশি। পাস করেছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। এ ছাড়া পাঁচ হাজার ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শত ভাগ পাস করেছে।