‘কোটা সংস্কারের নামে সরকার বিরোধী আন্দোলন চলছে’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/07/06/photo-1530875878.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেছেন, ‘কোটা সংস্কারের নামে যে আন্দোলন চলছে সেটি কোটা সংস্কারের আন্দোলন নয়, এটি সরকার বিরোধী আন্দোলন। কেননা মেধার যোগ্যতায় পরীক্ষা দিয়ে ভর্তি, মেধার যোগ্যতায় চাকরি। সুতরাং এখানে আন্দোলনের কিছু নেই। দেশটাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহলের উসকানিতে এ আন্দোলন চালানো হচ্ছে।’
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে উপাচার্য আবদুস সোবহান এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, ‘আমি বলবো একদল সন্ত্রাসী কোটা আন্দোলনের নামে যা করছে তা কোটা আন্দোলন নয়। যারা কোটা আন্দোলন করছে সরকার তাদের লাগামহীন ভাবে ছেড়ে দিবে না। সরকার ও প্রশাসনের একটা সহ্যের সীমা আছে।’
এছাড়া কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের নিপীড়ন ও হামলায় উদ্বেগ প্রকাশ করা রাবির ১৪ শিক্ষকের কড়া সমালোচনা করেন উপাচার্য। তিনি বলেন, ‘সরকার কোটা বন্ধ করে দিয়েছে। এখন তো কোন আন্দোলন থাকার কথা নয়। কিন্তু কিছু সংখ্যক সহকর্মী তাদের এ আন্দোলনকে তরান্বিত করতে উৎসাহিত করছে।’
এর আগে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান। পরে সেখানে বৃক্ষ রোপন করেন তিনি। এরপর সেখান থেকে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।