সরকারীকরণের দাবিতে কলেজে ভাঙচুর, হাত রক্তাক্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/23/photo-1469274983.jpg)
কুমিল্লার চান্দিনা মহিলা কলেজকে সরকারীকরণের দাবিতে আজ শনিবার কলেজে ভাঙচুর ও ব্লেড দিয়ে হাত কেটে রক্তাক্ত করে ওই কলেজের ছাত্রীরা। ছবি : এনটিভি
কুমিল্লার চান্দিনা মহিলা কলেজকে সরকারীকরণের দাবিতে আজ শনিবার কলেজে ভাঙচুর ও ব্লেড দিয়ে হাত কেটেছে ওই কলেজের ছাত্রীরা। এ সময় তাদের দাবি না মানা হলে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যারও হুমকি দেয় তারা।
ওই কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ বলেন, ‘ছাত্রীরা এখন আর শিক্ষকদের কথা শুনতে চায় না। এ আন্দোলন নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না।’
কলেজের শিক্ষকেরা জানান, ১৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের তালিকায় চান্দিনা মহিলা কলেজের নাম থাকলেও পরে তা বাতিল করে চান্দিনা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকা দোল্লাই নবাবপুর কলেজের নাম যুক্ত করা হয়। সরকারীকরণের দাবিতে চান্দিনা মহিলা কলেজের ছাত্রীরা গত পাঁচদিন ধরে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে।