অনন্তের কান ধরে উঠবস প্রসঙ্গে মামুন : আমি বেতনভুক্ত কর্মচারী নই

Looks like you've blocked notifications!
পরিচালক অনন্য মামুন ও অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘সাইকো’ সিনেমার পরিচালক অনন্য মামুনকে সমালোচনার অভিযোগে ‘দিন : দ্য ডে’ সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল কান ধরে উঠবস করাতে চেয়েছেন। অনন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এই পরিচালক।

অনন্তের এমন বক্তব্য প্রসঙ্গে অনন্য মামুনের ভাষ্য, ‘আমি তো অনন্ত জলিলের কোনও বেতনভুক্ত কর্মচারী নই। তাঁর রক্তের সম্পর্কের কোনও আত্মীয়ও নই। তিনি কেন আমাকে এভাবে কথা বলবেন?’

পরিচালক সমিতির সদস্যপদ পাওয়ার ফি-র টাকা দেওয়া প্রসঙ্গে এই পরিচালক বলছেন, ‘তাঁর টাকায় ফি পরিশোধ করে ডিরেক্টরশিপ নিয়েছি। এটা সত্যি নয়। ওটা আমার টাকা। আমি তাঁর কাছ থেকে কাজের পারিশ্রমিক হিসেবে ওই টাকা পেয়েছি। আমার পারিশ্রমিকের ফি তো তাঁর টাকা হতে পারে না।’

অনন্ত জলিলের কোনও সমালোচনা করেননি উল্লেখ করে অনন্য মামুন দাবি করেছেন, ‘আমি নাকি অনন্ত জলিলের সমালোচনা করেছি। কোথায় করেছি সেটা তিনি দেখাতে পারবেন? আমি তো তাঁর সমালোচনা করিনি। তিনি কেন আমাকে নিয়ে এভাবে মন্তব্য করবেন। তাঁকে নিয়ে এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না।’

পরিচালক অনন্য মামুন। ছবি : সংগৃহীত

এই ঘটনার সূত্রপাত এবারের ঈদের সিনেমাকে কেন্দ্র করে। ‘সাইকো’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে অনন্ত জলিলের সিনেমার ১০০ কোটি টাকা বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনন্য মামুন।
 
সেই জবাবে এক টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে অনন্ত জলিল বলেছেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি...। আমার টাকায় ওর ডিরেক্টর ফি (পরিচালক সমিতির সদস্যপদ) পর্যন্ত দিয়েছি, এক লাখ ৬০ হাজার টাকা...। সমালোচনা যদি আমার সামনে কোনও দিন করে, আর আমার চোখে পড়ে; ওকে (অনন্য মামুন) তো আমি কান ধরে ওঠাব-বসাব...। ওর এত বড় সাহস কোথা থেকে হলো... ওর কী যোগ্যতা আছে অনন্ত জলিলকে সমালোচনা করার মতো...।’
 
এর আগে অনন্ত জলিল এই পরিচালকের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার অভিযোগ করেছিলেন।
 
২০১২ সালে ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান অনন্য মামুন। এরপর জড়িয়েছেন মানব পাচারসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে।