জংলি মুভি রিভিউ: প্রাপ্তির সঙ্গে তৃপ্তির মেলবন্ধন

দর্শকের একটা আক্ষেপ ছিল, বাংলাদেশি সিনেমায় গল্প নেই। আরেকটি কথা শোনা যায়, পরিবার নিয়ে দেখার মতো সিনেমা হয় না আজকাল। এবার সেসব আক্ষেপ মিটিয়েছে জংলি। গল্পনির্ভর সিনেমায় যত্নের ছাপ রেখেছেন পরিচালক। সিয়াম আহমেদ ছাড়িয়ে গেছেন নিজেকে। ঈদুল ফিতরের ছবি জংলি তাই দর্শকের মনে দাগ কেটেছে দারুণভাবে।ট্রেইলার মুক্তির পর নড়েচড়ে বসেছিল দর্শক। তারপর আসে সিনেমার প্রমোশন। দর্শকের প্রত্যাশার পারদ চড়িয়ে জংলি যখন...