দুর্ঘটনায় ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গায়িকা মারা গেছেন

‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।  পিপল ম্যাগাজিন জানাচ্ছে, শনিবার (১ মার্চ) গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। স্টোনের একজন মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন। গায়িকার মেয়ে  লেডি ডায়মন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘আমার মা চলে গেছেন।’অ্যাঞ্জি স্টোন হিপ-হপ...