দেহদান থেকে সরে এসে ইসলামী রীতিতে কবরে শায়িত হতে চান কবীর সুমন
বছর পাঁচেক আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই গায়ক। জানালেন, দেহদানের ইচ্ছে প্রত্যাহার করেছেন তিনি।বুধবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে কবীর সুমন বলেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই...
সর্বাধিক ক্লিক