হাসপাতাল থেকে বাসায় সাবিনা ইয়াসমিন

বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের আজ সোমবার বিকেলে বাসায় ফেরার কথা রয়েছে। দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, আপাতত তার আম্মুর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। তিনি বলেন, ‘আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা বোর্ড গঠন করেছেন।সব রিপোর্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন,...