শহরজুড়ে বৈশাখী কনসার্টসহ যতো আয়োজন

পহেলা বৈশাখ উপলক্ষে আজ রাজধানীসহ দেশব্যাপী রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। রয়েছে কনসার্ট ও মঞ্চনাটকের প্রদর্শনী।মানিক মিয়া এভিনিউনববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত হবে ‘ড্রোন শো ও কনসার্ট’। এতে পারফর্ম করবে অ্যাশেজসহ বেশকিছু ব্যান্ড এবং একক শিল্পী হিসেবে থাকছেন জাহিদ নিরব, সাগর দেওয়ান, ইসলাম উদ্দিন পালাকার, পারসা, আতিয়া আনিসা, পিংকি, আহমেদ সানি, মিঠুন চক্র, রাকিব, উস্তাদ আরোজ...