ইউল্যাবে ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠল

ধানমণ্ডির ইউল্যাব ক্যাম্পাসে ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠল। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে দুই দিনের উৎসব শেষ হবে আজ। ধানমণ্ডির ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এবারের উৎসবে ৪টি ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো-ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও ওয়ান মিনিট। ওয়ান মিনিট বিভাগের চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 'ওয়ে আউট' (কইরোম আনিক)...