‘বউ বলেছে অস্কার জিতলেই চতুর্থ সন্তান দেব’
জনপ্রিয় হলিউড অভিনেতা কেইরান কালকিন ৯৭তম অস্কারে ‘আ রিয়াল পেইন’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন। অস্কার হাতে মঞ্চে বক্তৃতা দিতে এই অভিনেতা এমন কিছু মন্তব্য করেছেন যেগুলো ছাঁটতে বাধ্য হয়েছে মার্কিন সম্প্রচার সংস্থাগুলো।কেইরান কালকিন মঞ্চে উঠে বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, ‘দাঁড়ান, আপনাদের সকলের সঙ্গে একটা কথা শেয়ার করি। জ্যাজের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল সন্তান নিয়ে সেটাই বলব।...
সর্বাধিক ক্লিক