অনন্ত জলিলের সিনেমায় ভারতের দক্ষিণী তারকা কবির সিং
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা কবির দুহান সিং বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি এক টুইট বার্তায় নিজেই এমনটি জানিয়েছিলেন।
অভিনেতা লিখেছিলেন, ‘একটি নতুন এলাকা, একটি নতুন জীবন, একটি নতুন চরিত্র। এই সময়ে আমি দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে দিচ্ছি আমার খল অভিনয়। এটা আমার ৪০তম আর বাংলাদেশের হিসাবে প্রথম চলচ্চিত্র। ৪০তম ছবির জন্য আমাকে শুভকামনা জানাও।’
যদিও সেই টুইটে তিনি কোন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, তা প্রকাশ করেননি।
এবার অভিনেতা কবির দুহান সিংয়ের বরাতে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, তামিল এই খল অভিনেতার বাংলাদেশি সিনেমার নাম ‘নেত্রী—দ্য লিডার’। গেল বছরের শেষ দিকে আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন। তখন জানা গিয়েছিল, এই সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে স্ত্রী বর্ষা অভিনয় করবেন আর অনন্ত জলিলকে দেখা যাতে পারে, তবে সেটা নিশ্চিত নয়। সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।
এদিকে, গণমাধ্যমটিকে কবির সিং জানিয়েছেন, সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে, যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে আর পাঁচ শতাংশ শুটিং হবে ঢাকায়। সিনেমাটির প্রধান ভিলেন হিসেবে তিনি অভিনয় করবেন।
দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা কবির দুহান সিং ২০১৫ সালে তেলেগু ‘জিল’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। একই বছরে ‘ভেদালাম’ ও ‘কিক টু’ সিনেমা তাঁকে দারুণ খ্যাতি এনে দেয়। মূলত তামিল, তেলেগু ও কন্নড় সিনেমার খল অভিনেতা হিসেবে কবির দুহান সিং বেশ জনপ্রিয়।