অনন্যাকে কাছের মানুষ বললেন কার্তিক
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জনসাধারণের আগ্রহ বরাবরই তুঙ্গে। আর তা যদি হয় প্রেমের সম্পর্ক, তাহলে কৌতুহলের পারদ চড়তে থাকে। এ সময়ের আলোচিত মুখ, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের প্রেমের সম্পর্ক নিয়েও কথা হয়েছে বিস্তর। তবে এতদিন নতুন সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, এবার নীরবতা ভেঙেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, বলিউডের নবাগত অভিনেতা কার্তিক আরিয়ান ক্যারিয়ারের শুরু থেকেই মনোযোগ কেড়েছেন। অভিনয় তো বটেই, তাঁর যাপিত জীবনও বারবার উঠে এসেছে পত্রিকার পাতায় কিংবা টেলিভিশনের পর্দায়।
শোনা যায়, বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন কার্তিক। তাঁদের প্রায়ই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখতে পাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়েছে প্রতিনিয়ত। তবে দুজনের মধ্যে বিচ্ছেদের খবরও সম্প্রতি উঠে এসেছে গণমাধ্যমগুলোতে। সেই সঙ্গে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আরেক বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কার্তিক। যদিও এতদিন এই বিষয়ে রা করেননি দুজনের কেউই। তবে সম্প্রতি অনন্যার বিষয়ে কথা বলেছেন কার্তিক।
জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যার সঙ্গে সম্পর্ক থাকার আভাস দিয়েছেন কার্তিক। সেখানে তিনি বলেন, ‘অনন্যা আমার কাছের মানুষ।’ ভারতীয় সংবাদমাধ্যম স্পট বয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার ও অনন্যা পান্ডে অভিনীত ছবি ‘পতি পত্নী অউর ওহ’। এটি পরিচালনা করেছেন মুদাশ্বর আজিজ, যাঁর ঝুলিতে রয়েছে ‘দুলহা মিল গ্যায়া’, ‘হ্যাপি ভাগ জায়েগি’ ও ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’র মতো চলচ্চিত্র।
১৯৭৮ সালে একই নামে মুক্তি পেয়েছিল ছবিটি। সেখানে তিন চরিত্রে ছিলেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রঞ্জিতা কৌর।