অন্তর্জাল কাঁপাচ্ছে বাদশাহ-জ্যাকুর ‘বড়লোকের বেটি লো’

শাড়ির সঙ্গে বাঙালি নারীর নাম জড়িয়ে আছে সুদীর্ঘকাল। ঐতিহ্যবাহী এই পোশাকে বাঙালি নারীকে কল্পনায় ধারণ করে লেখা হয়েছে অসংখ্য কবিতা, গান। আর সেই শাড়ির সঙ্গে যদি থাকে বড় লাল টিপ আর মোহময়ী ভঙ্গিমা, তাহলে আর যায় কোথায়! আর ভক্তদের মনের কথা জেনেই কি না কে জানে, এবার আকর্ষণীয় বাঙালি নারীর ভূমিকায় হাজির হয়ে অন্তর্জাল কাঁপিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বলা চলে, শ্রীলঙ্কা-বংশোদ্ভূত এই নজরকাড়া সুন্দরীতে এখন মুগ্ধ সবাই।
বাংলা গানের ভাণ্ডার বেশ সমৃদ্ধ। লোকসংগীত বড় একটি অংশজুড়ে আছে। ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বিন্ধে দিব লাল গ্যান্দা ফুল’... বহু পুরোনো সেই গানের সঙ্গে নতুন করে পরিচিত হলো সবাই।
ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ওই গানটি এরই মধ্যে অনেকে নিজস্ব ধাঁচে গেয়েছেন। কিন্তু এবার গানের কিছু লাইন ব্যবহৃত হলো বলিউডে। বাকি লাইনগুলো অবশ্য হিন্দিতেই গাওয়া হয়েছে।
ইউটিউবে দেখুন গানটি :
তাতে কী! নতুন ভঙ্গিমার জ্যাকুলিনকে দেখে যেন চোখ ফেরানো দায় নেটিজেনদের। সেইসঙ্গে র্যাপ তারকা বাদশাহ ও পায়েলের ভিন্নমাত্রার গায়কি ও গানের আকর্ষণীয় কথা ও সুর একে এনে দিয়েছে ভিন্নমাত্রা। বলা চলে, দর্শককে পুরোটা সময় ধরে রাখতে সক্ষম গানটি। এ কথার প্রমাণ মেলে গানের ভিউর দিকে চোখ রাখলেই।
র্যাপ তারকা বাদশাহ ও পায়েল দেবের গাওয়া গানটি এরই মধ্যে সনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে তিন কোটি ২৮ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
গত ২৬ মার্চ মুক্তি পাওয়া গানটি কতটা সাড়া ফেলেছে, তা এতেই বোঝা যায়। সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে মুক্তি পাওয়া গানটির সংগীত আয়োজন করেছেন আদিত্য দেব। গানের কথা ও সুর করেছেন বাদশাহ। দোতারা বাজিয়েছেন তাপস রায়।