অভিনেতা শাহীন আলম আর নেই

Looks like you've blocked notifications!
অভিনেতা শাহীন আলম। ছবি : সংগৃহীত

দেড় শতাধিক ঢাকাই সিনেমার অভিনেতা শাহীন আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সোমবার রাত ১০টা ৫ মিনিটে এ অভিনেতার মৃত্যু হয়।

এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম।

এর আগে ফাহিম নূর জানিয়েছিলেন, ‘আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তাঁর জ্বর আসে। আর শনিবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন শাহীন আলম। ১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের কান্না’, এটি ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল।