অভিনয়ের পাশাপাশি লেখার টেবিলে
বিলাসবহুল জীবনযাপন, ঘর থেকে বের হলেই পাপারাজ্জির ভিড়, তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা, প্রেম-বিচ্ছেদসহ আরো কত বিষয়ের মুখোমুখি তারকারা। চাকচিক্যের বাইরে ভেতরে একজন সহজ-সরল মানুষ বাস করে, যা আমরা বাইরে থেকে দেখি না। কিন্তু সেসব ফুটে ওঠে লেখায়। লেখার টেবিলে সেই ভেতরের মানুষটিই যেন জেগে ওঠে। তারকারাও ব্যতিক্রম নন।
এই তো কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া জানালেন, তিনি নিজের জীবন নিয়ে লিখছেন। নাম ‘আনফিনিশড’। বইটি মুদ্রণের জন্য প্রস্তুত। সত্যিই তো, একজীবনে কত গল্প, কত ঘটনা, কত সুখ-দুঃখের স্মৃতি। সেসব প্রকাশ করাও চাট্টিখানি কথা নয়।
শুধু প্রিয়াঙ্কাই নন, এর আগে বেশ কয়েকজন বলিউড তারকা নিয়মিত লেখার টেবিলে বসেছেন। প্রকাশ করেছেন জীবনের নানা গল্প। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আসুন একঝলকে দেখে নিই তারকাদের অভিনয়ের পাশাপাশি লেখালেখির গল্প।
টুইঙ্কেল খান্না
একসময় বলিউডে বিচরণ ছিল টুইঙ্কেল খান্নার। পরে ভাবলেন, অভিনয়টা ঠিকঠাক তাঁর জন্য নয়। ভেতরে নানা গল্প ছিল, পড়াশোনাও বিস্তর। বসে পড়লেন লেখার টেবিলে। পরে তো পুরোদস্তুর লেখক বনে গেলেন অক্ষয়পত্নী। ‘মিসেস ফানিবোনস’, ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’ ও ‘পায়জামাস আর ফরগিভিং’ তাঁর উল্লেখযোগ্য বই। টুইঙ্কেলের প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ বেস্টসেলার হয়। ওই বছর ভারতের সর্বোচ্চ বিক্রীত কোনো নারী লেখকের বই হয় সেটি। পান ‘ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড’। এ ছাড়া পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখেন টুইঙ্কেল।
ইমরান হাশমি
নিজের আদরের ছোট্ট সন্তান ক্যানসারে আক্রান্ত। হঠাৎ বিপর্যয় আসে ইমরান হাশমির জীবনে। পরে ক্যানসার জয় করে হাশমিপুত্র। ওই সময়ে জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প লিখতে ইমরান বসেন লেখার টেবিলে। পরে প্রকাশ হয় তাঁর লেখা বই ‘দ্য কিস অব লাইফ’। বাবা হিসেবে সন্তানের প্রতি আবেগ-অনুভূতি, হাসি-কান্নার বাস্তব ঘটনা পাঠককে হাসায়-কাঁদায়। সমালোচকমহলেও প্রশংসিত হয় ইমরানের বইটি।
ঋষি কাপুর
প্রয়াত অভিনেতা ঋষি কাপুর শুধু কিংবদন্তি অভিনেতাই ছিলেন না, ছিলেন নামী লেখক। ‘খুল্লম খুল্লা’ নামে তাঁর একটি জীবনীগ্রন্থ রয়েছে। বইয়ে তাঁর জীবন, সম্পর্ক, পুত্র রণবীর কাপুর, বাবা রাজ কাপুর, নার্গিসের সঙ্গে বাবার সম্পর্ক ইত্যাদি বিস্তারিত লিখেছেন ঋষি।
আয়ুষ্মান খুরানা
মেধাবী অভিনয়শিল্পী আয়ুষ্মান খুরানা। ছিলেন ভিডিও জোকার (ভিজে)। পরে অভিনেতা-কণ্ঠশিল্পী। আরো পরে লেখক। কত পরিচয় তাঁর। অসম্ভব বলে যেন কিছু নেই আয়ুষ্মানের। বলিউডের ‘ভিকি ডোনার’ লেখেন ‘ক্র্যাকিং দ্য কোড’। কীভাবে ধাপে ধাপে বলিউডে নিজের আসন পাকা করলেন, তার বিস্তারিত লেখা আছে বইটিতে।
নাসিরুদ্দিন শাহ
প্রিয়াঙ্কা চোপড়ার মতো নাসিরুদ্দিন শাহ লিখেছেন ‘অ্যান্ড দেন ওয়ান ডে : এ মেমোইর’। শৈশব থেকে বলিউডে প্রবেশের গল্প আছে বইটিতে। আছে রত্না পাঠক শাহর সঙ্গে তাঁর বিবাহিত জীবনের গল্প। নাসিরুদ্দিন শাহর ভক্ত হলে আপনাকে নিশ্চয় বইটি পড়তে হবে।
শিল্পা শেঠি
ফিটনেস কুইন শিল্পা শেঠি। শুধু চলচ্চিত্রের জন্যই নয়, ফিটনেস ভিডিও ও অ্যাপের জন্য বিখ্যাত শিল্পা। লেখক হিসেবে রয়েছে তাঁর ব্যাপক পরিচিতি। তাঁর বই ‘দ্য ডায়েরি অব আ ডমেস্টিক ডিভা’ ভারতে বেস্টসেলার হয়েছিল, যেটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার নিয়ে। তাঁর দ্বিতীয় বই ‘দ্য ম্যাজিক ইমিউনিটি পিল : লাইফস্টাইল’, যার সহলেখক লুক কুতিনহো; এ বইটিও সমালোচকমহলে প্রশংসিত হয়েছিল।
সোনালি বেন্দ্রে
বলিউডের অন্যতম সংগ্রামী সোনালি বেন্দ্রে। শুধু অভিনয়দক্ষতা নয়, লেখক হিসেবেও বেশ পরিচিত তিনি। সন্তান লালনপালন বিষয়ে একটি বই লিখেছেন তিনি। নাম ‘দ্য মডার্ন গুরুকুল : মাই এক্সপেরিমেন্টস উইথ প্যারেন্টিং’। ঐতিহ্য ও আধুনিকতার ভারসাম্যে কীভাবে সন্তানকে বড় করতে হয়, তার কিছু পরামর্শ রয়েছে বইটিতে। আর পুরোটাই তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা।