অভিমান ভেঙে এক ফ্রেমে তাঁরা
চঞ্চল চৌধুরী, শামীম জামান, আ খ ম হাসান, শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস। ছোট পর্দায় বেশ জনপিয় তাঁরা। তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে তাঁদের একসঙ্গে দেখা মিলছিল না। গুঞ্জন রয়েছে, ব্যক্তিগত কারণে তাঁদের মধ্যে মান-অভিমান চলছিল। তবে এনটিভির একটি নাটকে আবারও একসঙ্গে কাজ করলেন তাঁরা। দীর্ঘদিন পর ফ্রেমবন্দিও হলেন।
সর্বশেষ দর্শকপ্রিয় ‘হাড়কিপ্টা’ নাটকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সম্প্রতি শুরু হয়েছে ঈদের ধারাবাহিক ‘টাম কাড’-এর শুটিং। এ ধারাবাহিকের মাধ্যমে তাঁদের অভিমান ভেঙেছে।
এ নিয়ে অভিনেতা-নির্মাতা শামীম জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘একসঙ্গে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ছোট সেই ভুলটি আমাদের এক দশক আলাদা করে রাখে। একজন অন্যজনের মুখ দেখা ও কথা বলা পর্যন্ত বন্ধ ছিল। সাত মাস আগে সিদ্ধান্ত নিই, মান-অভিমান পুষে রাখলে চলে না। আমাদের এ টিমের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। সেটা ফিরিয়ে আনতে সবার সঙ্গে আবার যোগাযোগ করি। অতঃপর এনটিভির জন্য নির্মিত এ ধারাবাহিকের মাধ্যমে অভিমানের অবসান হলো। ফের একত্রে ফ্রেমবন্দি হয়ে বেশ আনন্দ লাগছে। বৃন্দাবন দাসের লেখা টাম কাড নাটকটি ঈদে এনটিভিতে প্রচার হবে।’
আ খ ম হাসান বলেন, ‘ছোটবেলায় প্রিয় বন্ধুদের সঙ্গে হাজারবার ঝগড়া করেছি। কারণ তাদের সঙ্গেই কাটত দিনরাত। তখন তারাই ছিল আমার পরিবার, বাবা-মার চেয়ে তাদের সঙ্গেই বেশি সময় পার করেছি। ঠিক এমন নাটকের কাজ যখন করি, দিনরাত পুরোটা সময় আমরা একসঙ্গে কাটাই। যে কারণে এখানেও কোনো কারণে মন খারাপ হতে পারে। এগুলো ধরে রাখার কিছু নেই। আগামী দিনেও আমরা একসঙ্গে কাজ করব।’