অসহায় মানুষের পাশে নায়িকা মিম

Looks like you've blocked notifications!
বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত

মার্চ মাসের মাঝামাঝি থেকেই বাসায় রয়েছেন বিদ্যা সিনহা মিম। নিজের গাড়ির চালক, গৃহকর্মীসহ অন্য কাজের লোকদেরও ছুটি দিয়েছেন। বাসার সামনে ফেরি করা সবজি বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটা করছেন। করোনা সংক্রমণ রোধে দেশের মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাও দিচ্ছেন জনপ্রিয় এই চিত্রনায়িকা। পাশাপাশি এই দুর্যোগের সময়ে স্বল্প আয়ের মানুষের পাশেও দাঁড়িয়েছেন এই লাক্স তারকা।

সম্প্রতি রাজশাহীতে ৫০০ পরিবারকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন মিম। চাল, ডাল, আলু, পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মিম তাঁর মামার মাধ্যমে এসব পরিবারের কাছে পৌঁছে দেন।

এ বিষয়ে মিম বলেন, ‘গণমাধ্যমে সংবাদগুলো দেখলেই ঘরে আর থাকতে পারি না। অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতেই তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে যদি সচেতন হই তাহলে এ সংক্রমণ ব্যাধি থেকে অনেক প্রাণ বাঁচাতে পারব। একটুখানি সতর্ক হলে বেঁচে যাবে হাজারও প্রাণ। আমি সেইমতো করেই চেষ্টা করে যাচ্ছি। আমি চাই, আমাকে দেখে যেন অন্যরাও এমন কাজে এগিয়ে আসেন। আশা করি, সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন।’