অসুস্থ অমিতাভ, যাচ্ছেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে
অসুস্থতা যেন পিছু ছাড়ছে না বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের। কিংবদন্তি এই অভিনেতা সম্প্রতি কয়েক দফায় হাসপাতালে ছিলেন। আর এবার তিনি ভুগছেন জ্বরে। এতে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে’ সশরীরে গ্রহণ করতে পারছেন না তিনি।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, আজ সোমবার বসতে চলেছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর। আর এতে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেতে যাচ্ছেন অমিতাভ। তবে সম্মানজনক এই পুরস্কার সশরীরে নেওয়া সম্ভব হবে না অমিতাভের, এমন তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
এদিকে, ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভারেকার বলেছেন, ২৯ ডিসেম্বর অমিতাভ বচ্চনের হাতে দাদাসাহেব ফালকে সম্মাননা তুলে দেওয়া হবে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন অমিতাভ। তিনি লেখেন, ‘জ্বরে আক্রান্ত হয়েছি। আমার ভ্রমণের অনুমতি নেই। আগামীকাল দিল্লিতে অনুষ্ঠেয় জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারব না। খুবই দুর্ভাগ্যজনক। আমি দুঃখ প্রকাশ করছি।’
দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে ১৯৬৯ থেকে চালু হয়েছে দাদাসাহেব ফালকে পুরস্কার। প্রতিবছর চলচ্চিত্র জগতের বিশিষ্টজনকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়। সত্তরের দশক থেকে আজ পর্যন্ত সিনেমায় অবদানের জন্য এ বছর সম্মানিত করা হবে অমিতাভ বচ্চনকে।
গত অক্টোবরে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অমিতাভ জানিয়েছিলেন, তিনি পাঁচ কেজি ওজন হারিয়েছেন। ৭৭ বছর বয়সী কিংবদন্তি অভিনেতা অমিতাভকে আগামীতে ‘চেহরে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে।