আইএসসি পরীক্ষায় ৯৩% নম্বর পেলেন শাশ্বতের মেয়ে

ভারতে ২০২০ সালের ১২তম আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর কলকাতার বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা শাশ্বত চ্যাটার্জি হয়েছেন গর্বিত পিতা! তাঁর মেয়ে হিয়া সবমিলিয়ে ৯৩ শতাংশ নম্বর পেয়েছেন। প্রিয় কন্যার এই সাফল্যে পুরো চ্যাটার্জি পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
মেয়ের সাফল্যে বেজায় খুশি শাশ্বত চ্যাটার্জি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি জানান, হিয়া মানবিক বিভাগ থেকে ৯৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ইতিহাস ও রাজনীতি বিজ্ঞানে হিয়া প্রায় ৯৬ শতাংশ নম্বর পেয়েছেন।
শাশ্বতের ভাষায়, ‘আমি ওকে (হিয়া) বলেছি, আমার পুরো ছাত্রজীবনে এত মার্কস কখনো পাইনি। কিন্তু দুঃখের বিষয়, এই মুহূর্তে আমি ব্যক্তিগত কাজে পুরুলিয়ায় রয়েছি। আমার কাছে একটি ফোন রয়েছে, কিন্তু এটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। যা হোক, শুক্রবার সকালে আমি সুইচ অন করি। দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে। হিয়া আমাকে কল দিয়ে কান্না করতে থাকল! আমি দুঃসংবাদের ভয় পেয়েছিলাম। তাঁকে বলতে থাকলাম, সর্বদাই পরের বার বলে একটা কিছু থাকে। আর আইএসসির রেজাল্টেই একজনের ক্যারিয়ার শেষ হয়ে যায় না! পরে সে আমাকে খবরটি জানাল। চোখের জল ধরে রাখতে পারিনি, ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরি।’
শাশ্বত আরো বলেন, মেয়ের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি থাকতে পারছেন না। মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনাও জানান এ অভিনেতা। বলেন, কলকাতায় হিয়া ইংরেজি বা রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতক করতে পারেন। তবে যে সিদ্ধান্ত মেয়ে নিন না কেন, সমর্থন করবেন।
সাফল্যে উচ্ছ্বসিত হিয়াও। টাইমস অব ইন্ডিয়াকে হিয়া বলেন, ‘কোভিড-১৯ মহামারির কারণে মা-বাবা দার্জিলিংয়ের ট্রিপ বাতিল করেছেন। এটা আমার জন্য মায়ের উপহার। লকডাউনের কারণে বন্ধুদের সঙ্গে পর্যন্ত এ খবর শেয়ার করতে পারছি না। রেজাল্ট বেরোনোর সময় তিন বন্ধু একসঙ্গে থাকার কথা ছিল, সেটাও বাতিল হয়ে যায়। সব মজা ও উদযাপন ঘরে হবে। গতকাল মা আমাকে চাইনিজ ফুড খাইয়েছে এবং আজ শনিবার আমার দুই বন্ধু দুপুরভোজে অংশ নিয়েছিল। মা আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছেন। আমার তর সইছে না!’