আইসিইউতে অভিনেতা তুষার খান

Looks like you've blocked notifications!
অভিনেতা তুষার খান। ছবি : এনটিভি অনলাইন

ফুসফুসে সংক্রমণ নিয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান। শুক্রবার তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে এই অভিনেতাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

আজ রোববার বিকেলে এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন তুষার খানের বন্ধু অভিনেতা আহসানুল হক মিনু।

চিকিৎসকের বরাতে আহসানুল হক মিনু বলেন, তুষার খান করোনায় আক্রান্ত হয়েছেন, সেই সঙ্গে ওঁর ফুসফুসে সমস্যা আছে। গতকাল রাতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান তিনি।

প্রায় চার দশক ধরে অভিনয় করে যাচ্ছেন তুষার খান। মঞ্চ, সিনেমা ও নাটক—তিন মাধ্যমেই সমানতালে অভিনয় করে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। তাঁর শুরুটা ১৯৮২ সালে নাট্যদল আরণ্যকের সঙ্গে যুক্ত হয়ে। দলটির হয়ে মঞ্চে ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘অববাহিকা’সহ বহু নাটকে অভিনয় করেছেন।

‘ইতিকথা’ নাটকের মাধ্যমে পরিচিত পান তুষার খান। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমা দিয়ে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। তবে সাড়া ফেলেন মুহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ’র সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করে। তুষার খান সবশেষ অভিনয় করেছেন ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায়।

তুষার খান এনটিভিতে চলমান দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র ষষ্ঠ মৌসুমের অন্যতম বিচারক।