আইসিইউতে থাকা আকবরের অবস্থা অপরিবর্তিত, নেওয়া হতে পারে লাইফ সাপোর্টে

Looks like you've blocked notifications!
সংগীতশিল্পী আকবর। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজীর শারীরিক অবস্থা ভালো নয়। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাঁকে। যে কোনও সময় নেওয়া হতে পারে লাইফ সাপোর্টে।

রোববার দুপুরে চিকিৎসকের বরাতে এই তথ্য জানিয়েছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

কানিজ ফাতেমা জানিয়েছেন, ‘কাল দুপুরে আইসিইউতে নেওয়া হয় উনাকে। এখন পর্যন্ত অবস্থার কোনও পরিবর্তন হয়নি, ডাক্তাররা জানিয়েছেন যে কোনও সময় লাইফ সাপোর্টে নেওয়া হতে পারে। এ জন্য আমার কাছে একটি স্বাক্ষর নিয়েছেন।’
 
কিডনি, লিভারসহ একাধিক জটিলতায় ১৬ অক্টোবর পা কেটে ফেলে হয় আকবরের।
 
দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী। এর আগে ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
 
‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি।