‘আগামীকাল’ পুলিশ কর্মকর্তা হয়ে আসছেন সূচনা!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/18/shuchona1.jpg)
‘আব্বাস’ চলচ্চিত্রে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন সূচনা আজাদ। এবার অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে কাজ করলেন। ছবিতে তাঁর নায়ক ইমন। এ ছবিতে আরো আছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
‘আব্বাস’ চলচ্চিত্রে পুরান ঢাকার মাস্তান নিরবের (আব্বাস) সহযোগী চরিত্রে অভিনয় করেন সূচনা। ‘আগামীকাল’ ছবিতে তাঁকে দেখা যাবে পুলিশের চরিত্রে, যদিও ছোটবেলা থেকে পুলিশকে ভয় পান সূচনা আজাদ। এই ছবিতে কাজ করে নাকি সেই ভয় কেটে গেছে। এমনকি পুলিশের প্রতি জন্মেছে শ্রদ্ধা।
এনটিভি অনলাইনকে সূচনা আজাদ বলেন, ‘এই ছবিতে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। পুরো ছবিতে আমি একটি খুনের রহস্যের পেছনে ছুটি। তদন্ত করে বের করার চেষ্টা করি খুনের আসল রহস্য।’
সূচনা বলেন, ‘পুলিশের চরিত্রে কাজ করতে গিয়ে নিজেকে পুলিশ ভাবতে হয়েছে। নিজেকে পুলিশ হিসেবে তৈরি করতে হয়েছে। যে কারণে রাজশাহীর এডিশনাল ডিআইজি সালমা ডলি আপার কাছ থেকে পুলিশের আচরণ, চলাফেরা, কথা বলার ধরন শিখতে হয়েছে। উনার সঙ্গে মিশে জেনেছি, কতটা পরিশ্রম করতে হয় একজন পুলিশকে। কাজের প্রতি তাঁদের নিষ্ঠা দেখে শ্রদ্ধা জন্মেছে। এমনকি ছোটবেলা থেকে যে ভয়টা ছিল পুলিশের প্রতি, সেটাও কেটে গেছে।’
পুলিশকে ভয় কেন? এমন প্রশ্নের জবাবে সূচনা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ছিলাম। ঠিকমতো ঘুমাতাম না, খেতাম না। তখন আম্মু আমাকে ভয় দেখাত, না খেলে পুলিশ ধরে নিয়ে যাবে। না ঘুমালে পুলিশ ধরে নিয়ে যাবে। তারপর থেকে পুলিশ দেখলে আমার ভয় করত, এই বুঝি পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে!’
ছবিতে ইমনের আরেক নায়িকা জাকিয়া বারী মম, ছবির শেষে কার সঙ্গে মিলন হবে ইমনের? জানতে চাইলে সূচনা বলেন, ‘এটা আসলে গতানুগতিক প্রেমকাহিনির ছবি নয়। একটি থ্রিলার গল্প, এখানে প্রেম-ভালোবাসার জায়গা নেই বললেই চলে। যে কারণে মিলনটা মুখ্য নয়। আমি এতটুকু বলতে পারি, ছবিটার শুরু থেকে শেষ পর্যন্ত এক বসায় দর্শক দেখবেন। ছবিটি দেখে দর্শক পছন্দ করবেন।