আজ এনটিভিতে নাটক ‘আত্মসাৎ’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/23/ntv_natok.jpg)
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আজ শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘আত্মসাৎ’। মেজবাহ্ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গাজী বদরুজ্জামান।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, সাব্বির আহমেদ, পরশি রুমী প্রমূখ।
নাটকের গল্পে দেখা যাবে, বাদামতলা ছোট্ট একটি গ্রাম। গ্রামের সবুজ বাংলা ব্যাংকের ব্র্যাঞ্চে একটি একাউন্টে প্রায় আশি লাখ টাকার মত অলস পড়ে আছে। কারণ অজানা। সেই কারন অনুসন্ধানে নেমেছে ম্যানেজার ও স্থানীয় চেয়ারম্যান।
একাউন্ট হোল্ডার আসাদুল্লাহ। জিজ্ঞাসাবাদে আসাদুল্লাহ টাকার গল্প বলতে থাকে। আসাদুল্লাহর ভাই আমানুল্লাহ ইতালি থাকে। মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠায়। তার নিজের কোন ইনকাম নেই। সে তার ভাইয়ের টাকায় চলে। সব কিছু ঠিকমতোই চলছিল। হঠাৎ আমানুল্লাহ জানায় কয়েকদিন পর সে দেশে আসবে এবং বিয়ে করবে। আসাদুল্লাহ বেশ খুশি হয়। কিন্তু তার স্ত্রী রাহেলা বলে অন্য কথা। আমানুল্লাহ যদি সবকিছুর হিসাব চায় তখন কি হবে? প্রথমে আসাদুল্লাহ এসব কথা আমলে না নিলেও পরে ধীরে ধীরে ঠিকই আমলে নেয়। আসাদুল্লাহর বউ ফাঁদ আঁকে। বাকীটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।