আজ তানিয়া বৃষ্টির জন্মদিন
সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন হয় এই সময়ের আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টির। ২০১২ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপের পুরস্কার জিতে নেন তিনি। এরপর বিভিন্ন টেলিভিশন, নাটক, বিজ্ঞাপন এবং রুপালি পর্দাতেও নিয়মিত দেখা যায় তাঁকে। আজ এ অভিনেত্রীর জন্মদিন।
তবে জন্মদিনও অবসর নেই তানিয়া বৃষ্টির। ফরিদুল হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘লাকি থার্টিন’-এর চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। আরটিভিতে প্রচার হওয়া এ ধারাবাহিকে ‘চাঁদনী’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আলাপকালে এমনটিই জানালেন তিনি।
জন্মদিন প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘এ ধারাবাহিকের শিডিউল আগে থেকেই নেওয়া ছিল। আসলে শিডিউল দেওয়ার সময় জন্মদিনের বিষয়টি মাথায় ছিল না। আজ সারা দিন শুটিং করব। সন্ধ্যায় বাসায় ফিরব। ফিরে পরিবারকে একটু সময় দেব।’
তানিয়া বৃষ্টি বর্তমানে চারটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটকগুলো হচ্ছে ‘লাকি থার্টিন’, ‘কমেডি ৪২০’ ও ‘রসের হাঁড়ি’। এ ছাড়া তানিয়া বৃষ্টি ‘মুশকিল আসান প্রাইভেট লিমিটেড’ নামের নতুন আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। সম্প্রতি রণক ইকরামের চিত্রনাট্য ও সংলাপে লতার নির্দেশনায় ‘লিংক হবে’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তানিয়া বৃষ্টি।