আজ সন্ধ্যায় মঞ্চে উঠছে ‘আকাশে ফুইটেছে ফুল’
আজ সন্ধ্যায় মঞ্চে আসছে হৃদি হক নির্দেশিত নাটক ‘আকাশে ফুইটেছে ফুল—লেটো কাহন’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটকটির। নাটকটি লিখেছেন ড. রতন সিদ্দিকী। নির্দেশনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন হৃদি।
হৃদি হক নাগরিক নাট্যাঙ্গনের হয়ে প্রথম মঞ্চে নির্দেশনা দেন। তাঁর নির্দেশিত নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’ ঢাকার মঞ্চে ব্যাপক সাড়া ফেলে। ড. ইনামুল হকের নাট্যচতুষ্কের ভিন্নরূপ ‘৭১ ও একজন নাট্যকার’ নাটকও নির্দেশনা দেন তিনি।
লেটো হলো আঞ্চলিক চরিত্র অক্ষুণ্ণ রেখে একপ্রকার লোকনাট্য, যা নৃত্যগীতপূর্ণ অভিনয়ের প্রথা। এতে সংগীতের প্রাচুর্য থাকে; আর যেহেতু অধিকাংশ লোকনাট্যই সাংগীতিক পরিচয়ে পরিচিত হয়, সেক্ষেত্রে লেটো হয়ে ওঠে ‘লেটো গান’।
নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাজু খাদেম। এর আবহ সংগীত পরিকল্পনায় রয়েছেন কামরুজ্জামান রনি।