আনুশকাকে ডিভোর্স দিতে কোহলিকে পরামর্শ বিজেপি সাংসদের

Looks like you've blocked notifications!
আনুশকাকে ডিভোর্স দিতে কোহলিকে পরামর্শ বিজেপি সাংসদ নন্দীকিশোরের। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজিত অ্যামাজনের নতুন উপহার ‘পাতাল লোক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কারণে প্রতিদিনই ব্যাপক আলোচনার সৃষ্টি করছে।

 

সম্প্রতি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ নন্দীকিশোর গুরজার ওই ওয়েব সিরিজে অনুমতি ব্যতীত তাঁর ছবি ব্যবহারের দায়ে আনুশকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হচ্ছে। ‘পাতাল লোক-এর প্রচার বন্ধ চেয়ে তিনি ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জবড়েকারকে চিঠি দিয়ে আবেদনও জানিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে জানা যায়, জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ওই ওয়েব সিরিজের প্রযোজকের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অভিযোগও দায়ের করেছেন সাংসদ নন্দীকিশোর। এতে তিনি আনুশকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন। শুধু তা-ই নয়, আনুশকাকে ডিভোর্স দিতে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছেন নন্দীকিশোর। নিউজরুম পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।

এই রাজনীতিবিদ বলেন, ‘বিরাট কোহলি দেশপ্রেমিক, তিনি দেশের জন্য খেলেন। আনুশকাকে তাঁর তালাক দেওয়া উচিত।

কিছু দিন আগে, জাতিগত ভেদাভেদ উসকে দেওয়ার অভিযোগ এনে আনুশকাকে আইনি নোটিশ পাঠানো হয়। ওয়েব সিরিজের প্রযোজক আনুশকা ও তাঁর ভাই কর্ণেশ শর্মার প্রতি ওই আইনি নোটিশ দেন আইনজীবী সমবায় সংঘের সদস্য বীরেন শ্রী গারাং।

‘পাতাল লোক-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, নীরাজ কবি, অভিষেক ব্যানার্জি, গুল পানাং, স্বস্তিকা ব্যানার্জি প্রমুখ।