আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডেডলাইন রেকর্ডস

Looks like you've blocked notifications!
ডেডলাইনের কর্ণধার ফাহিম ইসলাম ও প্রতিষ্ঠানটির লোগো। ছবি : সংগৃহীত

ডেডলাইন মিউজিক কোম্পানি কাজ শুরু করে ২০০৩ সাল থেকে। এই লেবেল কোম্পানি থেকে নিয়মিত সংগীতশিল্পী, আবৃত্তিশিল্পী, সিনেমার গান, নাটক এবং পুরো সিনেমার অডিয়ো-ভিডিয়ো ক্যাসেট, সিডি এবং ডিভিডি প্রকাশ হয়েছে। দেড় যুগে পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম, অপূর্ব, নিশো, মেহজাবীন, তানজিন তিশা থেকে শুরু করে অনেকের নাটক, টেলিছবি এখান থেকে প্রকাশ হয়েছে।

এ ছাড়া সংগীত তারকা আসিফ আকবর, হাবিব, তাহসান, বালামসহ অনেক তারকা শিল্পীর গান ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

নতুন বছরে নতুন খবর দিলেন এই ডেডলাইন মিউজিকের কর্ণধার ফাহিম ইসলাম। তিনি বলেন, ‘নতুন বছরে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে ডেডলাইন, যার নাম ডেডলাইন রেকর্ডস। শুধু দেশি মিডিয়া নয়, আন্তর্জাতিক শিল্পীরাও এই প্ল্যাটফর্মে কাজ করবেন। এমনকি দেশি শিল্পীদের সঙ্গে আন্তর্জাতিক শিল্পীরা মিলিত হয়ে একসঙ্গে এই প্ল্যাটফর্মে কাজ করবেন। চলতি মাসে প্রকাশ হচ্ছে ডেডলাইন রেকর্ডস।’