আবারও ইফতেখার চৌধুরীর ছবিতে বাপ্পী-ববি

Looks like you've blocked notifications!
ঢাকাই সিনেমার তারকা বাপ্পী চৌধুরী ও ইয়ামিন হক ববি। ছবি : সংগৃহীত

‘যুদ্ধ’ শিরোনামে নতুন চলচ্চিত্রে জুটি বাঁধছেন বাপ্পী চৌধুরী ও ইয়ামিন হক ববি। ইফতেখার চৌধুরী পরিচালিত এই সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। চলতি বছরের মাঝামাঝি এর কাজ শুরু হবে।

এর আগে বাপ্পী-ববির ‘ওয়ানওয়ে’ চলচ্চিত্রটি পরিচালনা করেন ইফতেখার। অ্যাকশন ঘরানার গল্প নিয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পী-অপু বিশ্বাস। সিনেমাটি গত ১৪ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

‘ভালোবাসার রং’ দিয়ে নিজের চলচ্চিত্রযাত্রাকে রঙিন করেন নায়ক বাপ্পী। সে যাত্রায় তাঁর সহযাত্রী ছিলেন মাহি। এরপর অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধেছেন বাপ্পী। ধীরে ধীরে বাংলাদেশের চলচ্চিত্রে গড়ে উঠছে তাঁর আলাদা ইমেজ।

ববি অভিনীত প্রথম চলচ্চিত্র ‘খোঁজ : দ্য সার্চ’ মুক্তি পায় ২০১০ সালে। ‘দেহরক্ষী’ ছবির মাধ্যমে একক নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। এরই মধ্যে শাকিব খান, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, কাজী মারুফসহ আরো অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।